চোখের নিচের কালো দাগ দূর করার ১ নম্বর ঘরোয়া টোটকা — মায়ের প্রিয় উপায়

চোখের নিচের কালো দাগ দূর করার ১ নম্বর ঘরোয়া টোটকা — মায়ের প্রিয় উপায় 🌼 মায়ের টোটকায় চোখের নিচের কালো দাগ গায়েব! সত্যি কথা বলতে, কিছুদিন আগে আমার চোখের নিচে কালো দাগ এতটা হয়ে গিয়েছিল যে আয়নায় তাকাতে ভয় পেতাম। একদিন সকালে মা আমার মুখের দিকে তাকিয়ে বলল, "তোর চোখের নিচে কী হয়েছে? এত সুন্দর মুখটা যেন মলিন লাগছে!" চোখের নিচের কালো দাগ দূর করার ১ নম্বর ঘরোয়া টোটকা — মায়ের প্রিয় উপায় আমি তখনই মাকে সব বললাম। মা হেসে বলল, "আচ্ছা, আজ রাতে আমি এক জাদুর মিশ্রণ তৈরি করে দিচ্ছি, একবার চেষ্টা করে দেখিস।" দিদার এই একটিমাত্র টোটকায় চুল পড়া বন্ধ! শুনলেই অবাক হবেন মা এক বাটিতে ঠান্ডা দুধ আর গোলাপজল মিশিয়ে ছোট তুলোর বল বানিয়ে দিল। রাতে শোয়ার আগে চোখের নিচে সেটা ধরে রাখতে বলল ১০ মিনিট। প্রথম রাতে খুব একটা বিশ্বাস করিনি। কিন্তু টানা এক সপ্তাহ করতেই দেখি দাগগুলো হালকা হয়ে আসছে! এখন আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে হাসি চলে আসে। বাজারের দামী ক্রিম নয়, মায়ের এই সহজ টোটকাতেই আমার আত্মবিশ্বাস ফিরেছে। এখন সবাইকে বলি — প্রথমে মায়ের কথায় হাসলেও, শেষ পর্যন্ত মায়...