ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ১ নম্বর ঘরোয়া টোটকা — দাদির সেরা ফেসপ্যাক
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ১ নম্বর ঘরোয়া টোটকা — দাদির সেরা ফেসপ্যাক
🌼 দাদির ফেসপ্যাক টোটকা: আমার ত্বকের সিক্রেট
ছোটবেলা থেকেই দেখতাম, আমার দাদি সকালে উঠেই বাগানে চলে যেতেন। বেসনের প্যাক মাখা মুখে উনি যখন হাঁটতেন, তখন দেখতাম ওনার ত্বক কী সুন্দর টানটান আর ঝকঝকে!
![]() |
ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ১ নম্বর ঘরোয়া টোটকা — দাদির সেরা ফেসপ্যাক |
একদিন জিজ্ঞেস করেছিলাম, "দাদি, আপনি কী মাখেন?" হাসতে হাসতে বলেছিলেন, "দুই চামচ বেসন, এক চামচ মধু আর এক ফোঁটা লেবুর রস। মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক এমনিই ফর্সা আর নরম হয়ে যাবে।"
৫ মিনিটে বানিয়ে নিন দাদার পোকামাকড় দূর করার স্প্রে
বিশ্বাস করুন, আমি প্রথমে হাসছিলাম। কিন্তু একদিন ইচ্ছে করে মেখে ফেললাম। ধুয়ে মুখের দিকে তাকিয়ে আমি হতবাক! একেবারে আলাদা একটা গ্লো।
আজও সপ্তাহে দু'দিন আমি এই প্যাক মাখি। বাইরে গেলে সবাই বলে, "তোমার ত্বক এত সুন্দর কিভাবে?" তখন মৃদু হেসে দাদির কথা মনে করি।
বাজারের দামী ক্রিম নয়, দাদির ভালোবাসায় লুকিয়ে আছে আসল সৌন্দর্য।
বিশ্বাস করুন, আমি প্রথমে হাসছিলাম। কিন্তু একদিন ইচ্ছে করে মেখে ফেললাম। ধুয়ে মুখের দিকে তাকিয়ে আমি হতবাক! একেবারে আলাদা একটা গ্লো।
আজও সপ্তাহে দু'দিন আমি এই প্যাক মাখি। বাইরে গেলে সবাই বলে, "তোমার ত্বক এত সুন্দর কিভাবে?" তখন মৃদু হেসে দাদির কথা মনে করি।
বাজারের দামী ক্রিম নয়, দাদির ভালোবাসায় লুকিয়ে আছে আসল সৌন্দর্য।
Comments
Post a Comment