পেটের গ্যাস কমানোর জন্য দাদার গোপন টোটকা, যা জানলে ওষুধই ভুলে যাবেন

পেটের গ্যাস কমানোর জন্য দাদার গোপন টোটকা, যা জানলে ওষুধই ভুলে যাবেন


পেটের গ্যাস এমন এক সমস্যা, যা অস্বস্তি তো দেয়ই, অনেক সময় লজ্জাতেও ফেলে। আমি ছোটবেলায় দেখতাম, দাদা রোজ রাতে খাবারের পর একটা বিশেষ পানি খেতেন। একদিন জিজ্ঞাসা করায় দাদা বলেছিলেন, “এই পানি খেলেই পেট থাকবে হালকা, গ্যাসের ঝামেলা থাকবে না।”

পেটের গ্যাস কমানোর জন্য দাদার গোপন টোটকা, যা জানলে ওষুধই ভুলে যাবেন
পেটের গ্যাস কমানোর জন্য দাদার গোপন টোটকা, যা জানলে ওষুধই ভুলে যাবেন



দাদা এই পানি তৈরি করতেন খুব সহজে — এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি কালো জিরার গুঁড়ো, আধা চা চামচ আদার রস আর এক চা চামচ মধু মিশিয়ে নিতেন। রাতে খাবারের ১৫ মিনিট পর ধীরে ধীরে খেতে হতো।

মাথার খুশকি কমানোর প্রাকৃতিক ও কার্যকর টোটকা

আমি নিজে এই টোটকা ফলো করি, আর সত্যি বলতে পেটের ফাঁপা বা অস্বস্তি অনেক কমে গেছে।

প্রকৃতির উপাদানেই লুকিয়ে আছে সঠিক সমাধান। রাসায়নিক ওষুধের বদলে একবার এই টোটকাটা ট্রাই করে দেখুন।

Comments

Popular posts from this blog

300+ Instagram Bio For Girl - Attitude, Cute, Royal Bios For Girls

150+ bio for instagram for boy attitude 2023

100+ bio for instagram for boy attitude 2021